মাশরিফ ও মাশরিফের মা – প্রথম বিমানে উঠবে বলে মাশরিফ কিছুটা উত্তেজিত। আর মাশরিফের মা এর প্রায় ১ বৎসর পর ভ্রমণ। মাসরিফকে পেটে নিয়ে লাস্ট আগস্টে মালয়েশিয়া গিয়েসিলাম আমরা।
কক্সবাজার সমুদ্র সৈকতে মাশরিফের ভ্রমণ গল্প পড়তে ক্লিক করুন
মাশরিফের প্রথম বিমানে উঠা, বয়স মাত্র ৮ মাস হলো। আমাদের চিন্তার শেষ নেই, কি ভাবে রিএক্ট করবে। মোটামুটি শান্ত, বিমান উপরে উঠার পরে আকাশ বাতাস দেখতে দেখতে ঘুম। টিপস টেইক অফ এর সময় ফিডার দেওয়া উচিত বাচ্চাদের, তাহলে চাপ এতটা অনুভব করতে পারবে না।
বিমানে কত স্তরের মেঘের খেলা দেখা যায় বলে শেষ করা যাবে না। বিমান যত উচ্চতায় উঠে মেঘের বৈচিত্র তত বাড়ে। মেঘের পিঠে উঠে পাখির চোখে পৃথিবীকে দেখতে ভালোই লাগে।
প্রথম ভ্রমণে বের হয়েছে, খুবই খুশি। কক্সবাজার সমুদ্র সৈকতে যাবার জন্য অস্থির হয়ে আছে মাশরিফ। একটু পরেই স্টলারে করে প্রথম সমুদ্র দেখে যদিও স্মৃতিতে থাকবে না কিন্তু এই এই ছবি দেখে মনে করার চেষ্টা করবে।
প্রকৃতির অপরূপ রূপে দিগন্ত জুড়ে সাগরের জলরাশি ও মনোলোভা সূর্যাস্ত। গোল্ডেন আওয়ার, একটু পরেই সূর্যিমামা টুপ করে ডুব দিবে সাগরের সোনালী রুপালি জলরাশির মধ্যে।
সূর্য ডুবে যাওয়ার পরে আকাশে রঙের খেলা শুরু হয়। অপরূপ মনোরম পরিবেশ । অলস বিকেল থেকে সন্ধ্যা এই দৃশ্য দেখে কাটিয়ে দেওয়া যায়। কেউ পার ধরে হাটছে কেউ ছবি তুলতে ব্যাস্ত আর প্রকৃতি ব্যাস্ত তার রূপের রং দেখতে।
মাতৃত্ব – কথা দিয়ে বা ছবি দিয়ে প্রকাশ করা অসম্ভব। স্বার্থপর জগতের স্বার্থহীন সম্পর্ক । ভর সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতে তামিমা মাশরিফকে খাওয়াতে ব্যাস্ত আর খেতে খেতে মাশরিফের দুষ্টামি ।
সকাল সকাল অনেকের সাথে দুষ্টামি করার পরে । ব্রেকফাস্ট ও করা শেষ এখন ২/৩ ঘন্টা আর ডিসটার্ব করবে না। আজকে মাশরিফ আর মাশরিফের বাবার সুইমিং পুল ডে
সকালের রৌদে শরীর গরম করে নিচ্ছে, বাবার সাথে সুইমিং পুলে নামার আগে
সাহস করে সুইমিং পুলের পানিতে নামালাম । শুরুতে একটু ভয় ছিল কিন্তু একটু পরেই পানির মজা পেয়ে গেলো। ২ দিন অনেক দাপাদাপি করেছে । এক বার নামলে আর উঠতে চাই না । একটু বড় হলেই সাঁতার শিখিয়ে দিতে হবে
খুবই সুন্দর ও সময় উপযোগী একটি উদ্যোগ। মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডে এমন দেখা যায়। হয়তো আরো সুন্দর আরো গুছানো কিন্তু শুরু হিসাবে বলবো খুবই চমৎকার । বিশেষ করে বাচ্চাদের জন্য তো আনন্দ রাজ্য
খন্ড খন্ড কালো মেঘে ভরে যাচ্ছে নীল আকাশ। মেঘের প্রতিবিম্ব পড়েছে সাগরে, ঘোলা পানির ঢেউ আছড়ে পড়ছে তীরে, এই বৃষ্টি নামলো বলে
সাগর পারে বৃষ্টি আমার খুবই পছন্দ, যদি না ভিজে যাই। আলো আঁধারে সমুদ্র, মেঘ, সমুদ্র সৈকত অপরূপ রূপে ফুটে উঠে। স্নিগ্ধ নির্মল বাতাসে গায়ে মেখে বৃষ্টি উপভোগ করছি
বৃষ্টির ফাঁকে আমাদের খুনসুটি । বৃষ্টি থামলেই আমরা বালি দিয়ে খেলা শুরু করবো।
কক্সবাজার সমুদ্র সৈকতে মাশরিফের ভ্রমণ গল্প পড়তে ক্লিক করুন