ওশান প্যারাডাইস হোটেল সুন্দর সাজানো গুছানো। আমরা তাড়াতাড়ি চলে আসছিলাম। এয়ারপোর্ট থেকে আমাদের ওদের গাড়ি পিক করে। রুম বুকিংয়ের সাথে এয়ারপোর্ট পিক ও ড্রপ কমপ্লিমেন্টারি থাকে। ২ টায় চেকইন টাইম হলেও আমাদের আগে রুম দিয়ে দেয়। কলাতলী রোড সাইডে হওয়াতে সী বীচে যেতে একটু সময় লাগে। পিছনে আর একটা রিসোর্টের মধ্যে দিয়ে একটা শর্ট কাট নিয়ে যাওয়া যায়।
রুম গুলো বেশ বড়। সুপিরিয়র ডিলাক্স রুম। কিং সাইজ বেড তাই বাচ্চাসহ হলেও কোন সম্যসা হয়নি।বেলকুনি থেকে কিছুটা সী ভিউ পাওয়া যায়। যদিও ঝাউ গাছ আর কিছু বিল্ডিংয়ের জন্য সুন্দর ভাবে পাওয়া যায় না। ওয়াশ রুম একটু ছোট। ওশান প্যারাডাইস হোটেলের সুইমিংপুলটা খুবই সুন্দর। বাচ্চাদের জন্য আলাদা ছোট পুল আছে। রুম বুকিং করলেই কমপ্লিমেন্টারি জিম এক্সেস পাওয়া যায়। যদিও আমরা জিম সার্ভিস নেয়নি।
সুইমিং করার জন্য প্রস্তুত হচ্ছে মাশরিফ মায়ের সাথে আমি – মাশরিফ আলসেমি সুইমিং পুলে এত আনন্দ – আমি পানি থেকে উঠবোই না – মাশরিফ
ওশান প্যারাডাইস হোটেলের ওভারঅল সার্ভিস ভাল। ক্লিন থাকে সবসময়। রুফ টপ রেস্টুরেন্ট আছে। রুফ থেকে ভালো সী ভিউ পাওয়া যায়। বি.বি.কিউ এই রেস্টুরেন্ট ভাল।ফার্স্ট ফ্লোরে ব্রেকফাস্ট রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট খারাপ না। মাশরিফ ভালো এনজয় করেছে ওশান প্যারাডাইস হোটেল।
কক্সবাজার ভ্রমণ সম্পর্কিত আরো কিছু প্রয়োজনীয় তথ্য ও ভ্রমন গল্প
- কক্সবাজার সমুদ্র সৈকতে মাশরিফের প্রথম বিমান ভ্রমণ
- ছবিতে কক্সবাজার মাশরিফের প্রথম বিমান ও সমুদ্র ভ্রমণ