মাশরিফ লিটিল ট্রাভেলার(Travel with Mashrif) এর পক্ষ থেকে আমরা তার অভিভাবক হিসেবে এই website টি পরিচালনা করছি।ও যখন বড় হবে ইনশাআল্লাহ তখন ওর হাত ধরে website টি এগিয়ে যাবে আপনাদের সাথে নিয়ে🙂।এই ছোট্ট ট্রাভেলার ভ্রমণ করতে ভীষণ পছন্দ করে।এই বয়সেই সে তিনটি দেশ সহ বাংলাদেশের কিছু কিছু জায়গা ঘুরেছে ফুল এনার্জি নিয়ে।ঘুরতে গিয়ে তার কিছু আনন্দদায়ক স্মৃতি রয়েছে পরিবার পরিজন ও স্বজনদের সাথে।সেই স্মৃতিগুলোকে সংরক্ষণ করাই এই website এর মূল উদ্দ্যেশ্য। আশা করছি আপনারা এই ছোট্ট ট্রাভেলারের হাত ধরে তার আনন্দদায়ক মুহূর্তগুলো উপভোগ করবেন এই website এর মাধ্যমে।
#travelWithMashrif #iAmTraveler