মাশরিফ তার বাবা মায়ের আদরের একমাত্র সন্তান। তার বয়স তিন বছর। সে পশুপাখি খুব পছন্দ করে। খেলাধুলা করতে পছন্দ করে। গাড়ি তার প্রিয় খেলনা। আর পছন্দ করে খেতে।এক কথায় বলা যায় ভোজনরসিক মানুষ। জন্মের আগে থেকেই সে ট্রাভেল করেছে মায়ের গর্ভে থেকে। তাই তার রক্তে রয়েছে ট্রাভেলিং এর নেশা। ঘুরতে গেলে সাধারণত বল ও গাড়ি দিয়েই বেশি খেলে। আজকাল বাস্কেটবল ও ক্রিকেট তার প্রিয় একটি খেলা বলা যায়। সে সুইমিংপুল খুব পছন্দ করে। সুইমিংপুলে পানি নিয়ে খেলতে তার ভাল লাগে। এছাড়া দৌড়াদৌড়ি খেলতেও সে পছন্দ করে। নৌকাভ্রমণ তার কাছে আনন্দদায়ক একটি ব্যাপার। সে পানিপ্রিয় একজন মানুষ। পানি দেখলেই ঝাঁপিয়ে পরতে চায়। সেই সূত্রে নৌকায় ঘুরতে সে পছন্দ করে। নৌকায় বসে হাত দিয়ে পানি ধরার আনন্দটা খুব উপভোগ করে। আর কোথাও গেলে দোলনা ও স্লিপারে তার চড়তেই হবে। এ দুটো জিনিস তার পছন্দের সবসময়।
The world is a book and those who do not travel read only one page.
#travelWithMashrif #iAmTraveler